পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষে গত ২২ এপ্রিল ২০২৩ খ্রি. শনিবার রাত্রি ০৮.০০ ঘটিকায় রংপুর জেলার পুলিশ সুপার, জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী ও তাঁর সহধর্মীনি জনাব সনিয়া আকতার, সভানেত্রী পুনাক, রংপুর এঁর আমন্ত্রনে পুলিশ সুপার রংপুর এঁর বাসভবনে ঈদ-শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ; জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; জনাব বাসুদেব বনিক, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর; জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর; জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; জনাব উত্তম কুমার পাল, অতিরিক্ত পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর; জনাব মো: সাজ্জাদুর রহমান, এসএসপি, সিআইডি রংপুর; ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর; জনাব মো: আবু বকর সিদ্দীক, ডিসি (সিটিএসবি), আরপিএমপি, রংপুর; জনাব মোঃ জাহাঙ্গীর কবির, সিভিল সার্জন, রংপুর,
জনাব মো: আব্দুল লতিফ, পুলিশ সুপার, রংপুর রেঞ্জ, রংপুর; জনাব এবিএম জাকির হোসেন পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, রংপুর; জনাব মো: আসাদুজ্জামান, পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ, রংপুর; জনাব সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; জনাব ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, োঅতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব অবু আশরাফ সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুরসহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাঁদের পরিবারবর্গ।