মামলা করে বিচার চাইতে গিয়ে নাজিম উদ্দিনের পা কুপিয়ে ও পিটিয়ে গুড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার চর দুলাল বাড়ি হাতেম আলীর নেতৃত্বে তার পরিবারের সন্ত্রাসী বাহিনীরা ঘাপটি মেরে থেকে ফের চড়াও হয়ে নাজিম উদ্দিনের বাড়িতে ব্যপক লোপাট চালায়।বাধা দিতে গিয়ে নাজিম উদ্দিনসহ বাড়ির অনেকেই নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়। কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। মামলা নং ৯৮(৬)২০২২।
মামলার বিবরনে প্রকাশ, চর দুলাল বাড়ি হাতেম আলীর বাহিনীর সাথে এলাকার প্রায় সব পরিবারের সাথে বিরোধ রয়েছে। অন্যের ক্ষতি সাধন চুরি লুটপাটের বহু অভিযোগ রয়েছে হাতেম আলী পরিবারের বিরুদ্ধে। গত ২৭ জুন দায়ের করা মামলার আসামীরা হাতেম আলী,আবুল কাশেম বিমান, হাসেম, আশেক, আওলাদ, রফিজ, ফরিদ, দ্বীন ইসলাম, ইরসান, জামাল, গফুর, জয়নাল আবেদীন, রুবেল, বাবুলু, হান্নান, আনার, সাইফুল ড্রাইভার, ইশবাল, লিটনসহ অপ্সাত কিছু সংখক রোক মিলে দুপুর আড়াইটার দিকে দেশীয় দা, বল্লম, ফালা নিয়ে সজ্জিত হয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়িতে ব্যপক ভাংচুর, লুটপাট করে বাড়ির রোকজনদের বাইরাইয়া কুপাইয়া আহত করে চলে যায়। মারাতœক আহত নাজিম উদ্দিনের এশটি পা চিকিৎক কেটে ফেলতে বাধ্য হন।
মামলার বাদীর স্বজনরা জানিয়েছে, আসামীরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। নাজিমের পরিবারের লোকজন আরো জানায় আসামীরা তাদের স্বাভাবিক জীবন যাপনে বাধাগ্রস্থ করছে। তারা অকেটা জিন্মী হয়ে পড়েছেন। ক্ষেতের ফসলাদি নস্ট করছে। খুন জখমের ভয় দেখাচ্ছে, হুমকী দিচ্ছে। কষন যে কি হয় বলা যায়না।