1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিলুপ্তের পথে জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসার ঐতিহ্য - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে শ্মশান ভাংচুরের নামে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ময়মনসিংহে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  ঈশ্বরগঞ্জে অভ্যন্তরীণ বোর ধান-চাল সংগ্রহের উদ্বোধন  ফুলপুরে ব্যাটারী হাউজের মালিকের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ময়মনসিংহে ঘুষের বিনিময়ে নামজারী, তদন্তে নীরবতা! পাঁচ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলাম ও ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল লায়ন সভাপতি,মাসুদ সাধারণ সম্পাদক বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন কমিটি বাতিল ও মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলপুরে ৪০ পিছ ফেনসিডিলসহ নালিতাবাড়ীর তিন মাদক কারবারি আটক

বিলুপ্তের পথে জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসার ঐতিহ্য

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৬৪০ বার পড়া হয়েছে

 দেশের অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসা। এর প্রতিষ্ঠা কাল হলো ১৯২৮ সাল। মাদরাসাটির ঐতিহ্য বিশ্বে ছড়িয়ে আছে। যার বর্তমান মোহতামিম হলেন মাওলানা ওয়াইজ উদ্দিন। এমন বিশাল প্রতিষ্ঠান এখন অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। মাওলানা ওয়াজ উদ্দিন এর বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষক লিখিত অভিযোগ করেছেন। যে প্রতিষ্ঠানে শিক্ষক সংখা মাত্র ৬২ জন। এর পরও ওয়াইজ উদ্দিনের কিছুই হচ্ছেনা। কমিটির প্রভাবশালীদের ভাগিয়ে রেছেন ওয়াইজ উদ্দিন। কোন প্রতিষ্ঠানের সংখাঘড়িষ্ঠ শিক্ষকরা এমন অভিযোগ দায়ের করলেই তিনি বহ্নিস্কার হতেন! অবাক করার বিষয় হলো জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসা ক্ষেত্রে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলো আজ কোথায় গিয়ে দাড়িয়েছে?
সুত্র জানায়, জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসা দায়িত্বে যিনি আছেন তার ২ ছেলে ( শিক্ষক নয়) ও ২ মেয়ের জামাতা একই প্রতিষ্ঠানে চাকুরি করেন। মেয়ের জামাতাদের রয়েছে স্পেশাল রুম। আর মুহতামিমের দ্বায়িত্ব পালন করা মাওলানা ওয়াইজ উদ্দিনের রয়েছে, হজ্ব কাফেলার রুম ও প্রিন্সিপাল হিসেবে অফিস রুমও। মাদসার কম্পাউন্ডে সরকারী অনুদানে নির্মিত ভবনে খুলে বসেছেন কতিথ ক্যাডেট শাখা। এখানকার আয় ব্যয় তিনি নিজে ব্যক্তিগত ভাবে ভোগ করেন। এছাড়াও কমিটির কতিপয় ব্যক্তি ও মাদরাসার মুহতামিম বিদেশী ও দেশী ধর্মভীরু মানুষের এবং বিভিন্ন দাতা সংস্থার সাহায্য লাখ লাখ টাকা লুটেপুটে খেয়ে থাকেন। যে কারনে কমিটির প্রভাবশালীরা মুহতামিমের বিপক্ষে যেতে রাজী নয় বলে এলাকাবাসী জানান।
অনুসন্ধানে জানা যায়, যে মাদরাসায় ২ হাজার, আড়াই হাজার কখনো ৩/৪ হাজার ছাত্র থাকতো। এখন আছে মাত্র ৪/৫ শো জন। তারাও উপস্থিত থাকেনা। সারা এলাকার সাধারন মানুষ মুহতামিম ওয়াইজ উদ্দিনের বিরোধীতা করলেও কমিটি তাকে অব্যহতি কিংবা বহ্নিস্কার করতে নারাজ! এই ওয়াইজ উদ্দিনের কারনে মাদরাসায় ও মসজিদের ভিতরে মারামারি হয়। ধর্মনিয়ে যদি এক সময় বৃহত আকার ধারন করে, তাহলে এর দায়-দায়িত্ব কে নেবে? এখন এলাকায় প্রচার করছে আগামী শুক্রবার পুলিশ এসে ওয়াইজ উদ্দিনকে মিম্বারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে। আর ফুলপুর থানার অফিসার ইনচার্জ বলেছেন, এটা তাদের দায়িত্ব নয়। আইন শৃংখলার অবনতি হলে তারা পরিস্থিতির মোকাবেলা করবেন। করবেন আইনের প্রয়োগ।
সুত্র আরো জানায়, জামিয়া আরাবিয়া আশরাফুর উলুম বালিয়া মাদরাসার মুহতামিম ওয়াইজ উদ্দিনের বিরুদ্ধে হজ্ব কাফেলার টাকা আত্নসাতের অভিযোগ রয়েছে। রয়েছে মামলাও।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD