নেত্রকোনায় বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে কঠিন ভূমিকা রাখা ও আওয়ামীলীগ সরকারের আমলে প্রফিট পোষ্টিং চাকুরী করা নেত্রকোনা ডিবি’র পুলিশ পরিদর্শক সাইদুর রহমান এখন অঢেল সম্পদের মালিক। তার বাড়ি ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামে। তিনি বহ্নিস্কৃত বিএনপি’র এক প্রভাবশালী নেতার আত্নীয় পরিচয় দিয়ে থাকেন।
নেত্রকোনা ডিবি’র ওসি সাইদুর রহমানের ভালুকাসহ ঢাকায় রয়েছে তার অঢেল সহায় সম্পত্তি। একাধিক বাড়ি ও রয়েছে একাধিক প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, সাইদুর রহমান মাত্র কয়েক বছরে এতো সম্পদের মালিক কি করে হন? তবে তিনি তৎসময়ে ক্ষমতাশীন আওয়ামীলীগের তেলবাজ অফিসার ছিলেন বলে তারা দাবী করেন। তিনি বিশাল এলাকাজুড়ে বনের সম্পত্তির দখলদার বলে অনেকে জানিয়েছে। পুলিশ পরিদর্শক হওয়ায় এলাকায় প্রভাব বিস্তারের মাধ্যমে অসহায় গরীব ও নিরিহ মানুষদের কোন ঠাসা করে রাখতেন।
ডিবি’র ওসি সাইদুর রহমান নেত্রকোনায় কোঠাবিরোধী আন্দোন দমনে কঠিন ভূমিকা রেখেছেন। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে তার যোগাযোগ ও দহরম মহরম সম্পর্ক ছিল। এখন তিনি কোঠা বিরোধী আন্দোলনের সমন্নয়কদের চোক্ষশোল। তবে তাদেরকে মেনেজ করতে তিনি মিষ্টবাসী ও সদলাপী আচারন করছেন।
ভালুকায় সয়সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। এছাড়াও ঢাকায় তার একাধিক বাড়ি রয়েছে বলে স্থানীরা জানিয়েছেন।
এব্যপারে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেস্টা করলে তিনি কল রিসিভ করেননি।