আরেকজন গার্ডিয়ান কে হারালো ডা:শুভ বাবুস সালাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা। যার স্থান ছিল তাদের বাবার পরেই । সুখ দুঃখের সাথী ছিল সব সময় সুখ দুঃখ ভাগ করে নিতেন সবার সাথে । বিশেষ করে ছাত্রদের তার সন্তানের মতনই দেখতো। যিনি ডা:শুভ বাবুস সালাম হাফেজিয়া মাদ্রাসার ও খাগডহর দোলাদিয়া রেলওয়ে পৌর গোরস্থান এর অন্যতম রূপকার ও কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন। আজ রাত দুইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। নিজ এলাকার জন্য তার অবদান অএ এলাকাবাসী কোনদিনও ভুলার মত না।
জানাজার নামাজ আজকে শুক্রবার বাদ জুমা জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম তালতলা মাদ্রাসায় অনুষ্ঠিত হবে । আল্লাহ উনাকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলের কাছে দোয়া ও আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন তার পরিবার। আমিন।