নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ৯,৭০,০০০/- টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি জব্দ ১৪ জুলাই ২০২২ তারিখ আনুমানিক ০৩৩০ ঘটিকায় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ লেংগুড়া বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভ্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত মেইন পিলার ১১৬৯ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভরতপুর নামক এলাকা হতে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় ভারতীয় সানাজানা শাড়ি-৫০ পিস, সাগুন শাড়ি-১২০ পিস, এনভি ইনোভ্যাটিভ ডিজাইনার শাড়ি-১৬ পিস, সালমা স্নিক শাড়ি-২০ পিস্ হাস্ট কারঘা ওয়েভিং শাড়ি-৫৯ পিস এবং কারঘা শাড়ি-৮৫ পিস জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য-৯,৭০,০০০/-(নয় লক্ষ সত্তর হাজার) টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।