স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন প্রসঙ্গ নিয়ে ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার দুপুর ১২টায় হোটেল সালতানাত, চরপাড়া সন্নিকটে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকা মহোদয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এক বিবৃতিতে ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়, ময়মনসিংহ জেলার সকল পৌরসভার সকল মেয়রবৃন্দ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ ও জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক কে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। মোঃ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা এ তথ্য জানিয়েছেন।