নেত্রকোনার কলমাকান্দায় রমজান আলী (৪৫) নামে এক গরু ব্যবসায়ী বিষপানে মারা গেছেন। বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন গরু ব্যবসা করে আসছেন। এক পর্যায়ে তার ব্যবসায় লোকসান হলে বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নেন। যথাসময়ে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারদের চাপের মুখে পড়ে সে বিষপান করেন। সোমবার (১৬ জানুয়ারি) উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রমজান আলী (৪৫) ওই গ্রামের আবুল হোসনের ছেলে।