স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার মতবিনিময় করেছেন। রবিবার সকালে পিবিআই কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় হয়। এ সময় পুলিশ বলেন, পিবিআই শুরু থেকেই ক্লুলেস হত্যাকানড, গুরুত্বপুর্ণ ঘটনার রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আসছে। তিনি আরো পিবিআইয়ের এ সকল কাজে সারাদেশের ন্যায় ময়মনসিংহে কর্মরত সাংবাদিকগণ পিবিআইকে নিবীড়ভাবে সহযোগীতা করে আসছে। তিনি অতীতের মত সহযোগীতা কামনা করে সাংবাদিকদের উদ্দেশে আরো বলেন, যে কোন ঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে লেখনীর পাশাপাশি তথ্য দিয়ে সহযোগীতা করতে পারেন। তাহলে অপরাধীরা তাদের অপকর্মের শাস্তি নিশ্চয় পাবে।
সবশেষে আলাপচারিতায় তিনি স্বপ্ন ডানা মেলেছে বাংলাদেশ আজ মেতেছে খেলায় শিরোনামের বিশ্বকাপের থিম গানের কথা বলেন।
বিশিষ্ট সাংবাদিক, ইসমাইল হোসেন সৌরভ এর কথা ও সুরে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার পরিচিত মুখ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় কণ্ঠ শিল্পী ও কম্পোজার শান সায়েক এর সুরেলা কণ্ঠের সাথে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী তরুণ প্রজন্মের অহংকার সুজন আহমেদ। তার সাথে সুরের ঝঙ্কার তুলেছেন উদীয়মান কন্ঠ শিল্পী সংগীত শিল্পী রাকিব স্টালিন, গানটির মিউজিক কম্পোজ করেছেন শান সায়েক। “বাংলাদেশ আজ মেতেছে খেলায় ক্রিকেট বিশ্বকাপ থিম সং টি বাংলাদেশের জনপ্রিয় ও বহুল আলোচিত মিডিয়া প্লাটফর্ম – মিউজিক আর্ট থেকে মুক্তি পেতে যাচ্ছে। মাঠে ওরা ১১ জন, পাশে আমরা ১৬ কোটি বাঙালী। স্বপ্ন একটাই শিরোপা জয়ের। তাই মাঠের উম্মোদনা শতগুণ বাড়াতে বাঙালীর হৃদয়ে দোলা দিতে এবারের আসরের সেরা উপহার “বাংলাদেশ আজ মেতেছে খেলায় থিম সং টি নিয়ে হাজির গীতিকার, শিল্পী ও কলাকৌশলীরা। ব্যাটং ও বোলিং উভয় পাশেই আছে বাংলার হুংকারের সুর।
শিল্পীরা সাংবাদিকদের বলেন গানের কথা ও সুর আমদের বিমোহিত করেছে তাই আমরাও আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি গানটি সকলের হৃদয়ে দোলা দিবে। আমাদের সবগুলো কাজের ভিতর এটা একটা অন্যতম কাজ। ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন লেকেশনে এ গানের চিত্র ধারণ করা হয়েছে।
কণ্ঠ শিল্পী রাকিব স্টালিন সাংবাদিকদের বলেন-জনের দ্বারায় বাংলাদেশের অভিযাত্রা এখন কোনো দূর্ঘটনা নয় প্রকৃত অর্থে বলতে গেলে যে অবস্থায় ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতে ছিলো বাংলাদেশের বর্তমান দল দিয়ে জনগণ আশা করে তার থেকেও ভালো অবস্থান বাংলাদেশের। তাই বিশ্বকাপ জয় করবে এটা শুধু স্বপ্নই নয় বরং খুব হাতের কাছে পৌঁছানো যায় এমন একটি গন্তব্য। আমরা চাই শেষ হাসিটা বাংলাদেশের হোক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রিয় সংগীত শিল্পী শান শায়েক বলেন-১৬ কোটি বাঙালির হৃদয়ে গানটিকে ধারণ করে বাংলাদেশের ১১ জন খেলোয়াড় যদি সত্যিই তারা এ গানের মন্ত্রে উজ্জীবিত হয় আমরা আশা করি এ গানের প্রতিটি কথা, প্রতিটি বিট, তাদের ভিতর এমন একটা অনুরণন, একটা দেশাত্মবোধ, একটা তাগিদ তৈরি করবে আমরা আশা করি বিশ্বের মঞ্চ কাঁপাবে এবার টাইগার টিম বাংলাদেশ।
করি তারুণ্যের অহংকার সংগীত শিল্পী সুজন আহমেদ বলেন-আমাদের এ গানটির মাধ্যমে আমরা আমাদের খেলোয়াড়দের এই বার্তাই দিতে চাই বাংলাদেশের বিশ্বকাপ জয় সত্যিই সম্ভব। আমাদের এ আতœবিশ্বাস টুকু রাখলেই হবে বাকি পারফরম্যান্স তোমরা মাঠে দেখিয়ে দাও । ইনশাল্লাহ জয় আমাদের হবেই।
এ বিষয়ে গীতিকার ইসমাইল হোসেন সৌরভ বলেন মা, মাটি ও মানুষের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে গানটি লিখেছি, সুর করেছি। গানটি যদি খেলোয়াড় ও বাঙালির মনে দোলা দেয় সেখানেই আমাদের সার্থকতা। ইনশাল্লাাহ বিজয় উল্লাস মেতে উঠতে চাই এগিয়ে যাও বাংলাদেশ। এ গানের শুরুটা ২০১৪ সালে হলেও এর পরিনতি পায় ২০২২ সালে বিশ্বকাপের মাঠ কাঁপাতে। পরে পুলিশ সুপার সাংবাদিকদের সাথে ফটোসেশনে যুক্ত হন।