কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার হয়েছে।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার এসআই(নিঃ) মোঃ দুলাল মিয়া ,এএসআই/ মোঃ মোখলেছুর রহমান কং/১৯৮০ আমিনুল হক হৃদয় এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০১/২৩ খ্রি: ১৮.৩৫ ঘটিকায় কটিয়াদী থানাধীন কটিয়াদি উপজেলা ভূমি অফিসের পশ্চিম রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে মোঃ ফরিদ (৩২) পিতা মোঃ হযরত আলী,সাং: নন্দীপুর, দর্জিগাতি
থানা: তারাকান্দা জেলা-ময়মনসিংহ ও মুনসুর আলী (২১) পিতা: মোহাম্মদ আলী, গ্রাম: কামাইরা চৌরাস্তা, থানা: তারাকান্দা, জেলা: ময়মনসিংহদের হেফাজত হইতে শরীরে কসটেপ দ্বারা পেচানো অবস্থায় ০৪ কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধার করেন ।