স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবেলায় বিট পুলিশিং কর্মকর্তা ও কমিউনিটি পুলিশ সদস্যদের সক্ষমতা জোরদার করার লক্ষ্যে ময়মনসিংহে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউ ও UNODC যৌথভাবে রবিবার নগরীর খাগডহর হোটেল সিলভার ক্যাসেলে এই সেমিনার হয়।
ময়মনসিংহ রেঞ্জের কমিউনিটি ও বিট পুলিশিং সদস্যদের জন্য আয়োজিত কর্মশালায় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও নির্দেশনায় এন্টি টেররিজম ইউনিটের ধারাবাহিক অভিযানের ফলে সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর্বল হয়েছে। এর প্রেক্ষিতে বিশ্ব সন্ত্রাসবাদের তালিকায় বাংলাদেশের অবস্থান আজ ৪২তম। এটা শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার কঠোর নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ইসলাম নিয়ে অপব্যখ্যা দিয়ে কতিপয় লোকজন যুবসমাজকে সন্তৰাসবাদে ঠেলে দিচ্ছে। আইন শৃংখলা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে তারা আইনের আওতায় এলেও তাদের ইন্দনদাতাদের খুঁজে বের করা হয়নি। এই সব ইন্দনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে না পারলে সন্ত্রাসবাদ সমুলে নির্মুল হবেনা।
এন্টি টেররিজম ইউনিট ডিআইজি (প্রশাসন), মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (এটিইউ- ময়মনসিংহ বিভাগ) মো: আসাদ উল্লাহ চৌধুরী, পিপিএম, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, ইউএনওডিসি, বাংলাদেশএর অফিসার-ইন-চার্জ, শাহ মোহাম্মদ নাহিয়ান।
সাংবাদিকদের প্রশ্নের আলোকে এন্টি টেররিজম ইউনিট ডিআইজি (প্রশাসন),
মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পুলিশ সহ অন্যান্য বাহিনী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ শুরুতেই ধ্বংস করে। জঙ্গিবাদ নিবারণ ও নির্মুল করতে বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে আরো সচেতন করতে হবে। এর আগে স্বাগত বক্তব্যে ওয়াহিদা পারভীন বলেন, মাজের সকল পর্যায় থেকে জঙ্গিবাদ, বিস্ফোরক, অস্ত্র, মানিলন্ডারিং, মানব পাচার ও ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণ করতে এন্টি টেররিজম ইউনিট কাজ করে আসছে। আইন বাহিনীর বিভিন্ন দপ্তরের সহায়তায় এ পর্যন্ত ১১০টি ২ শতাধিক অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।
সেমিনারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম তদারককারী কর্মকর্তাবৃন্দ বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।