ময়মনসিংহের ত্রিশালে নারায়নপুর আমিরাবাড়ি আব্দুল্লাহ ফুড কনজুমার এন্ড বেভারেজ চালো না হলওে এশিয়ান টিভি ও আনন্দ টিভিতে নকল ইনো তৈয়ারীর সংবাদ প্রকাশ করে ব্যপক সমালোচতি হয়েছে প্রতিবেদকদ্বয়।। কারখানার নামে বিদ্যুত সংযোগ ৩ মাস আগে পেলেও সংযুক্ত মিটারে ৩ মাসে বিল এসেছে মাত্র ১০৩৮ টাকা। এছাড়াও অনেক মেশিনে এখনো বিদ্যুত সংযোগ লাগেনি। উক্ত চ্যানেলের দুজন প্রতিনিধি ও দুজন অজ্ঞাত পরিচিত ব্যক্তি এসে কারখানায় নিজেরদের সাংবাদিক ও ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে তারা মোটা অংকের টাকা দাবী করেন। তারা কারখানার তালা ভেংগে ভিতরে প্রবেশ করে ছবি ও ভিডিও ধারন করেন। এসময় কারখানায় কাউকে প্রবেশ করতে দেয়নি। এলাকার লোকজন ও স্থানীয় সাংবাদকর্মীরা এসে উপস্থিত হলেই তারা দ্রুত ঘটঁনাস্থল স্থল ত্যাগ করেন।
আব্দুল্লা ফুট কনজুমার এন্ড বেভারেজ এর মালিক জানান, তিনি কোন প্রোডাক্ট উৎপাদন শুরু করেননি। মেশিন গুলো একেবারে নতুন। কোনটাই ব্যবহার হয়নি। কোন কোন মেশিনে বিদ্যুত সংযোগ দেয়া হয়নি। মালিক আরো জানান, এখনো তিনি পন্য উৎপাদনের অনুমতি পাননি। এমন ভৌতিক সংবাদ প্রকাশ করায় ত্রিশালে এশিয়া টিভি ও আনন্দ টিভির রিপোর্টারদ্বয়কে নিয়ে ব্যপক সমালোচনা হচ্ছে।