নেত্রকোনা ১ (দূর্গাপুর কলমাকান্দা), আসনের সংসদ সদস্য মানু মজুৃমদার তার ব্যক্তিগত তহবিল থেকে এই অনুদান দেন। ৬১টি পুজা মন্ডপের প্রতিটি মন্ডপকে ২হাজার টাকা করে মোট ১ লক্ষ ২২ হাজার টাকা দেন তিনি।
অনুদান বিতরণ কালে উপস্থিত ছিলেন, ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জি, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা আ‘লীগের সহ:সভাপতি ওসমান গনি তালুকদার, শ.ম জয়নায় আবেদীন, সদস্য বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি পাভেল চৌধুরী প্রমুখ।