1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলী - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নকলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর হামলার চেষ্টা যৌনকর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদে যৌনকর্মীরা থানায় নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জের শ্রেষ্ঠত্ব অর্জন পারভেজ হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে ছাত্রদলের মানববন্ধন  নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের পরিচিতি সভা অনুষ্ঠিত শেরপুরে ধানক্ষেত থেকে মিলেছে অটোরিকশা চালকের লাশ বিপুল পরিমান ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রেতা দম্পতি দেলু-সুর্বনাসহ গ্রেফতার ৩ ফেইসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি করলেন ইদ্রিছ খান ময়মনসিংহে পর্ণোগ্রাফী মামলায় প্রতারক সোবেদ আলী রাজা গ্রেফতার নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ মার্চ মাসের কার্যক্রমে শ্রেষ্ঠ নির্বাচিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলী

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখা ফুলবাড়িয়া উপজেলা সদরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেছে। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।

বাঙালি জাতি বঙ্গবন্ধুর নির্দেশে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের কারাগারে থেকে মুক্ত স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে সে বিজয় পূর্ণতা লাভ করে। এইদিন স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে সূর্যের মতো চির ভাষর-উজ্জ্বল মহান নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। স্বদেশের মাটি ছুঁয়ে বাংলাদেশের ইতিহাসের নির্মাতা শিশুর মতো আবেগে আকুল হয়ে পড়েন। আনন্দ-বেদনার অশ্রুধারা নামলো তার দু’চোখ বেয়ে। প্রিয় নেতাকে ফিরে পেয়ে সেদিন সাড়ে সাত কোটি বাঙালি আনন্দাশ্রুতে সিক্ত হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত করে তোলে বাংলার আকাশ বাতাস। জনগণনন্দিত শেখ মুজিব সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে। তার ঐতিহাসিক ধ্রুপদি বক্তৃতায় বলেন, ‘যে মাটিকে আমি এত ভালবাসি, যে মানুষকে আমি এত ভালবাসি, যে জাতিকে আমি এত ভালবাসি, আমি জানতাম না সে বাংলায় আমি যেতে পারবো কিনা। আজ আমি বাংলায় ফিরে এসেছি বাংলার ভাইদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD