স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৬ সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৭ জন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ভাটিকাশর (কৃষ্টপুর) থেকে মাদক মামলার আসামী মোঃ মনির হোসেন, মোঃ শফিকুল ইসলামকে ৫০ পিচ নেশাজাতীয় ইনজেকশন সহ, এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ মারুফ মিয়া, মোঃ মোহিত, এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম সুতিয়াখালী থেকে দ্রুত বিচার মামলার আসাম মোঃ আঃ কাদির, মাঈন উদ্দিন ওরফে ফরহাদ, মাজহারুল ইসলাম স্বাধীনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আরিফুল ইসলাম, এএসআই হুমায়ুন কবির, এএসআই সোহরাব হোসেন, এসআই কামরুল হাসান, আশিকুল হাসান, এসআই আনোয়ার হোসেন, এএসআই নূরুজ্জামান, ইকবাল হোসেন ১নং পুলিশ ফাঁড়ি পৃথক অভিযানে ৬টি জিআর সাজা পরোয়ানা সহ আরো চার পলাতক পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ জয়নাল মিয়া, মোঃ হেলাল আহম্মেদ ওরফে হেলিম, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, তিমির কুমার রায় ও মোঃ রাসেল। এছাড়া পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা হলো, আরিফ, মোঃ জাহিদ হাসান, আরিফ ও মোঃ শহিদুল ইসলাম (শাহীন)। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।