ব্রাহ্মণবাড়িয়া জেলার সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন এর নিদের্শক্রমে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ আশুগঞ্জ থানার নের্তৃত্বে অদ্য ১১/০৪/২০২৩ খ্রি. অভিযান পরিচালনা করে আখাউড়া থানাধীন ৪নং আখাউড়া উত্তর ইউপিস্থ আমোদাবাদ সাকিনে দোতলা মসজিদের পাশে শফিক মিয়া (৪৭), পিতা-মৃত ইদন ফকির, সাং-আমোদাবাদ (দোতলা মসজিদ) মুদি দোকানের পূর্ব পাশে সিঙ্গারবিল টু আখাউড়া বাইপাস গামী পাকা রাস্তার উপর হইতে ৮০ বোতল স্কপ সিরাপ ও ০১টি পিকআপ গাড়ী আটক করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।